গণতন্ত্রে ভিন্ন মত প্রকাশের সুযোগ থাকা উচিত : মির্জা ফখরুল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
ছবি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণতন্ত্রে ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং প্রকাশের সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মত। কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও, ভিন্নমতটিকে সুরক্ষা ও সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতা ও এর প্রধান অন্তরায় নিয়ে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ‘দ্য বাংলাদেশ ডায়লগ’।

মির্জা ফখরুল বলেন, ঢাকার সঙ্গে মফস্বলের দূরত্ব কমানো না গেলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না।’ তিনি মনে করেন, দেশের সামগ্রিক উন্নয়নে কেন্দ্র ও প্রান্তিক অঞ্চলের মাঝে ভারসাম্য রক্ষা জরুরি।

বিএনপি মহাসচিব বলেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে।

  • গণতন্ত্র
  • ভিন্ন মত
  • মির্জা ফখরুল
  • #