রাজধানীর পার্কের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

রাজধানীর পল্টন থানাধীন শহীদ মতিউর পার্কের পুকুর থেকে অজ্ঞাতনামা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আবু ইউসুফ জানান, খবর পেয়ে বিকেলের দিকে গুলিস্তান শহীদ মতিউর পার্কের ভেতরে পুকুরে ডুবে থাকা ওই শিশুকে দেখি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের সহায়তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই শিশুটি আর বেঁচে নেই।

এসআই আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই শিশুর নাম-পরিচয় জানতে পারিনি। তার ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে কোনো মাদ্রাসার শিক্ষার্থী হবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

  • উদ্ধার
  • মরদেহ
  • রাজধানী
  • শিশু
  • #