দুদকের সেই শরীফের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৮ ঘন্টা আগে
ছবি : সুপ্রিমকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া আদালত তাঁর পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধা ফেরত দেওয়ার পাশাপাশি ৩০ দিনের মধ্যে কাজে যোগদানের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফ উদ্দিনের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

শরীফ উদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান দোলন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামে একটি প্রকল্পে ভূমি অধিগ্রহণ নিয়ে অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রের অর্থ অপচয় নিয়ে ২০২২ সালে প্রতিবেদন দেওয়ার পরই শরীফকে বিভিন্নভাবে বিপাকে ফেলে দুদক। বারবার শোকজ করা হয়। পরে তাকে চাকরিচ্যুত করা হয়। এ নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে ন্যায়বিচার পেয়েছেন তিনি।

রায়ের প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, সাড়ে ৩ বছর আইনি লড়াইয়ের পর চাকরি ফিরে পেয়ে সব কষ্ট কেটে গেছে।

চাকরি ফিরে পেতে দুদকের সচিবের কাছে গত বছরের ৭ আগস্ট আবেদন করেন শরীফ উদ্দিন। ওইদিন দুদক কার্যালয়ে তিনি আবেদনপত্র জমা দেন।

দুদকের উপসহকারী পরিচালক হিসেবে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শরীফ। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁকে বরখাস্ত করে দুর্নীতি দমন কমিশন।

শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে থাকার সময় বিভিন্ন অভিযোগের তদন্ত চালিয়ে আলোচিত হন। তাঁকে সেখান থেকে বদলি করা হয় পটুয়াখালীতে। পরে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

  • চাকরি
  • দুদক
  • শরীফ
  • হাইকোর্ট
  • #