ফেনীর বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি : আইএসপিআর

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের জেরে ফেনীর বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এমতাবস্থায় বন্যা মোকাবেলায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ‍্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গত ৮ জুলাই ফেনী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যেখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা হয়।

ফেনীর বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী

এ প্রেক্ষিতে গত বছরের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিতে সেনাবাহিনী প্রস্তুতি কার্যক্রম গ্রহণ শুরু হয়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্প সমূহে ইতিমধ্যে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে।

ফেনীর বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী

এছাড়া জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় সভা করেছে। প্রয়োজনীয় সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী বন্যা মনিটরিং সেল হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

  • ফেনী
  • বন্যা
  • মোকাবেলা
  • সেনাবাহিনী
  • #