রাজধানীর ভাটারা থানধীন এলাকায় নিজ বাসা থেকে আসিফ উদ্দিন সুমন (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আসিফ উদ্দিন সুমন নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ চর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি গুলশানে ব্যাংক অব সিলনে (সিলন ব্যাংক) চাকরি করতেন।
ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুদ বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটের তালা ভেঙে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অন্তত ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
নিহতের মামাতো ভাই শাহাবুদ্দিন রাশেদ জানান, আসিফ ২০১৮ সালে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। তবে তার পারিবারিক সম্পর্কে টানাপোড়ন চলছিল। প্রায় একমাস আগে তিনি স্ট্রোকও করেছিলেন। গত ২ জুলাই তার স্ত্রী দুবাইতে যান। পরে বুধবার বাসায় ফিরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে এবং দুর্গন্ধজনিত কারনে পুলিশকে খবর দেই। পরে তারা এসে মৃতদেহটি উদ্ধার করেন।