ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য হাড়িভাঙা আম পাঠালেন প্রধান উপদেষ্টা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহারস্বরূপ ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার হস্তান্তর করে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৫টায় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে প্রধান উপদেষ্টার পাঠানো উপহারের ৩০০ কেজি আম ত্রিপুরায় প্রবেশ করে। আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, আমগুলো ৬০টি কার্টনে করে ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। এসব আম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এই উপহার সামগ্রী ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া হবে। এসময় আমের সঙ্গে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তাসহ একটি ‘কমপ্লিমেন্টারি কার্ড’ এবং ‘র‌্যাপিং পেপার’।

  • ত্রিপুরা
  • প্রধান উপদেষ্টা
  • মুখ্যমন্ত্রীর
  • হাড়িভাঙা আম
  • #