দিনাজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে । এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার রাত ৯টার দিকে বিএনপির মোস্তাফিজুর রহমান ও তুহিন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই সংঘর্ষ ঘটে।

এতে জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অন্তত বিশ জন আহত হন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ‌

খানসামা থানার ওসি নজমূল হক গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনও উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • আহত
  • দিনাজপুর
  • বিএনপি
  • সংঘংর্ষ
  • #