যশোরে যুবককে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ায় আশরাফুল ইসলাম বিপুল (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে তার ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৫ মিনিটে তিনি মারা যান। নিহত বিপুল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি যশোর শহরের শেখহাটি জামরুলতলায় জনৈক সাজ্জাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বিপুল ষষ্ঠিতলাপাড়ায় গেলে একই এলাকার বাপ্পি (২৮) ও রনি (২৭) নামে দুই যুবক এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরো ৩/৪ জন মিলে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, নিহতের শরীরে ১৫টির বেশি ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম হাতে ৪-৫টি, বুক, পিঠ, দুই পায়ে এবং গলার পাশেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের একাধিক স্বজন জানান, বিপুল ও বাপ্পির মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খুনিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

  • যশোর
  • যুবক
  • হত্যা
  • #