পাবনা শহরে পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের লাইব্রেরি বাজার এলাকার কলা বাগান কলোনীর মিঠুর পুকুর হতে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে আনুমানিক বয়স হবে ৪০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, কলাবাগান এলাকার ওই পুকুরটি মিঠুর পুকুর নামে পরিচিত। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় গৃহবধূরা ময়লা ফেলতে গেলে পুকুরের চিৎ হয়ে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। এরপর চিৎকার দিয়ে অন্যদের ডাকলে ব্যাপক লোক জড়ো হয়। পরে পুলিশে খবর দিলে সাড়ে ৯টার দিকে তারা এসে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, পুকুরে মরদেহটি ভাসমান অবস্থায় ছিল। তুলে সুরতহাল করা হয়েছে। গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। আপাতত অপমৃত্যু ধরে মময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না।