টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলায় একজনের স্থগিতাদেশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
ছবি : সুপ্রিমকোর্ট

ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলার সহ-আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামানের আবেদনে গত ৮ জুলাই তিন মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (১৩ জুলাই) আবেদনকারীর আইনজীবী শেখ আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৮ জুলাই শুধু শাহ খসরুজ্জামানের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন আদালত।

এর আগে গত ১৫ এপ্রিল অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

পরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনকে আসামি করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনও টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর কয়েকটি ফ্ল্যাট দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।

এরপর রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান মামলার কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করেন। গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।

আইনজীবী শেখ আতিয়ার রহমান জানান, শুধু আবেদনকারী শাহ খসরুজ্জামানের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত হয়েছে।

  • দুদক
  • মামলা
  • স্থগিতাদেশ
  • #