মোহাম্মদপুরে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ৩৫

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর থেকে ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জন মাদক কারবারি, ১৬ জন ছিনতাইকারী, ২ জন নারী নির্যাতনকারী এবং বিভিন্ন মামলা পরোয়ানাভুক্ত ৫ জন আসামি রয়েছেন। তাঁদের কাছ থেকে ১৫টি ইয়াবা ও ৭৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

  • গ্রেপ্তার
  • মোহাম্মদপুর
  • #