নিখোঁজের ৬ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর একটি বস্তা থেকে পাঁচ বছরের শিশু নাভার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে ধীরাশ্রম দক্ষিণ খানের একটি ঝোপঝাড় থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। নিহত নাভা দক্ষিণ খান এলাকার বাসিন্দা নাসির মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ৯ জুলাই (বুধবার) বিকেলে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় নাভা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে মা খাদিজা বেগম গাজীপুর সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে সোমবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সন্দেহ করে। তারা কাছে গিয়ে দেখতে পান, একটি বস্তায় শিশুর মরদেহ গুমিয়ে রাখা হয়েছে। এরপর তারা পুলিশকে খবর দেন।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর মরদেহটি লুকিয়ে রাখা হয়েছিল। কে বা কারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।

নাভার এমন নির্মম মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, নাভা ছিল খুবই প্রাণবন্ত এবং সবার প্রিয় একটি শিশু। কে বা কারা তাকে এত নির্মমভাবে হত্যা করল, তা তারা বুঝে উঠতে পারছেন না।

  • উদ্ধার
  • গাজীপুর
  • বস্তাবন্দি
  • মরদেহ
  • শিশু
  • #