হঠাৎ ভেসে এল চিৎকার, ফ্ল্যাটে গিয়ে পাওয়া গেল যুবকের লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত (৪০) পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে পৌর এলাকার এস এম নাসির উদ্দিনের মালিকানাধীন একটি ফ্ল্যাট বাসার ষষ্ঠ তলার একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাওন (২৫) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্ল্যাটের ছয় তলার একটি রুম থেকে চিৎকার করে দরজা খোলার জন্য অনুরোধ করেন এক যুবক। এরপর স্থানীয়রা জানালা খুলে দেখে এক যুবকের লাশ ফ্লোরে পড়ে আছে। পাশের রুমে শাওন নামে এক যুবক অবস্থান করছেন।

পরে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের ষষ্ঠতলার একটি রুম থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। এ সময় পাশের রুমে মধ্যেই ছিলেন শাওন নামে এক যুবক, যাকে পুলিশ সঙ্গে সঙ্গে আটক করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা। তিনি জানান, ফ্লাটের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় বদ্ধ রুমের মধ্যেই শাওন নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় বাসিন্দা আয়েশা সিদ্দিক জানান, একটি লাশ উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। তিনি প্রকৃত রহস্য উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

  • মাদারীপুর
  • যুবক
  • লাশ
  • #