ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাতারা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে ফুলছড়ি ফায়ার সার্ভিস।

জানা যায়, বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে ওই যুবক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার বিকেলে একটি মরদেহ ভেসে থাকতে দেখতে পায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট, যার বুকে লাল, সবুজ ও হলুদ রঙের হালকা দাগ রয়েছে এবং পরনে ছিল কালো প্যান্ট।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

  • উদ্ধার
  • ব্রহ্মপুত্র নদ
  • মরদেহ
  • যুবক
  • #