ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদসহ তিনজন নিহত হয়েছেন। এ দুই দুর্ঘটনায় জামায়াতের ১০ কর্মীসহ মোট ১১ জন আহত হয়েছেন। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার হাইওয়ে এক্সপ্রেসওয়ে প্রবেশ মুখে ও সন্ধ্যায় মাইনদ্দিনের মোড় এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫৫), একই উপজেলার জামায়াতকর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫) ও ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের পাল্লা গ্রামের কাত্তিক চন্দ্র দাস।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. রাসেল জানান, রাত অনুমানিক ৩টার দিকে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মুখে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে আরেকটি বাস দাঁড়িয়ে থাকা যানটিতে ধাক্কা দেয়। এ সময় পরপর তিনটি বাস ও একটি মুরগীবাহী পিকআপ ধাক্কা সামনে থাকা যানগুলোতে ধাক্কা দেয়। এতে দাকোপ উপজেলা জামায়াতের আমির প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় দলটির আরেক কর্মী নিহত হন।

পুলিশের এ সদস্য বলেন, আমরা দুটি বাস ও একটি পিকআপ জব্দ করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, বুধবার সন্ধ্যায় ভাঙ্গার মাইনদ্দিনের মোড় এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়। আহত হয় খাদে পড়া অটোরিকশাতে থাকা স্বামী-স্ত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় স্বামী কাত্তিক চন্দ্র দাসের মৃত্যু হয়।

  • দুর্ঘটনা
  • নিহত
  • ভাঙ্গা
  • #