মাত্র ৮ রানে জিতে সিরিজ জয় টাইগারদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

পাকিস্তান ১৩৩ রান রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে মাত্র ১৫ রানেই হারায় ৫ উইকেট। এরপর সহজেই জেতার সম্ভাবনা থাকলেও একটু বেগ পেতে হয়েছে টাইগারদের।

বাংলাদেশকে চরম বিপাকে ফেলে পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে তিনি করেন মাত্র ৩১ বলে ৫১ রান। আর এতেই বাংলাদেশের রান প্রায় ছুঁয়ে ফেলেছিল পাকিস্তান। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান আর বাংলাদেশের ১ উইকেট। প্রথম বলে অভিষিক্ত দানিয়াল ৪ মেরে বাংলাদেশকে চরম পরীক্ষায় ফেলে। কিন্তু বোলার মোস্তাফিজ পরের বলেই শামিমের ক্যাচে দানিয়ালকে লক্ষ্যচ্যুৎ করেন। আর এতেই মাত্র ৮ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন নাঈম শেখ। ৭ বলে ৩ রান করেন এই বাঁহাতি ওপেনার। নাঈমের পর ক্রিজে আসা অধিনায়ক লিটন দাসও ফিরেছেন ক্যাচ দিয়ে। সালমান মির্জার করা পঞ্চম ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন লিটন। সাজঘরে ফিরেছেন ৯ বলে ৮ রান করে।

প্রতিপক্ষ দলের বোলাররা শুরু থেকেই চাপ ধরে রাখেন এবং নিয়মিত উইকেট তুলে নেন। পাওয়ার–প্লেতেই ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে উদ্ধার করেছে জাকের-মেহেদীর ৫৩ রানের পঞ্চম উইকেট জুটি। মেহেদী ৩৩ রানে আউট হয়েছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়া জাকের করেছেন ৪৮ বলে ৫৫ রান।
জাকের আলীর লড়াকু হাফসেঞ্চুরিতে ভর করে ১৩৩ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। দলের ব্যাটিং লাইনআপ যখন একের পর এক ভেঙে পড়ছিল, তখন একপ্রান্ত আগলে রাখেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এই রান তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ৪৭ রানে হারায় ৭ উইকেট। এরপর প্রথমে আব্বাস আফ্রিদী পরে দানিয়ালকে নিয়ে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যান ফাহিম আশরাফ। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি তিনি। বাংলাদেশের পক্ষে ১৭ রানে ৪ উইকেট নেন শরীফুল, ২৩ রানে ২ উইকেট নেন সাকিব, ২৫ রানে ২ উইকেট নেন মেহেদী, ১৫ রানে ১ উইকেট নেন মোস্তাফিজ, ৪২ রানে ১ উইকেট নেন রিশাদ।

  • জয়
  • টাইগারদের
  • সিরিজ
  • #