শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বুধবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে জরুরি ভিত্তিতে এভার কেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাতে গুলশান-২ নম্বরের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে। হঠাৎ করে শারীরিক সমস্যা দেয়ায় হাসপাতালে নিতে হচ্ছে। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে কি না তা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এ নিয়ে দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।