রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- পারভিন বেগম (৪০) এবং তার ছেলে মো. মেহেদী (২৪) । শনিবার (২৬ জুলাই) ভোরে রাজশাহীর পবা উপজেলার কয়রা গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ এর একটি দল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ জুলাই) ধারালো হাসুয়া ও চাপাতির কোপে আলিমগঞ্জের বাসিন্দা আমিরুল মোমিনের (৪০) মৃত্যু হয়। আমিরুল গ্রেপ্তার আসামি মেহেদীর সৎ চাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু (৫০)। আমিরুল খুনের পর মিজানুর রহমান মিজুও পলাতক।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মিজানুর রহমান মিজুর সঙ্গে তার সৎ ভাই আমিরুলের বিরোধ ছিল। পলাতক মিজানুর, নিহত আমিরুলের বাড়ির পাশের ১০ কাঠা জমিতে আমন ধান লাগিয়েছিল। গত ২১ জুলাই আমিরুলের বাড়ির দুটি পাতিহাঁস ঐ জমিতে যায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর গত ২৪ জুলাই বিকেলে মিজানুর ও অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। এসময় আমিরুল বাড়ি থেকে বের হলে আসামিরা তাকে ধারালো হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে তার সহোদর গোলাম আজম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আমিরুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত আমিরুলের স্ত্রী বাদী হয়ে দামকুড়া থানায় সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে র্যাব। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র্যাব।