মাগুরায় কলাব্যবসায়ীকে গলাকেটে হত্যা, আটক ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

মাগুরায় ভোজন গুহ নামের এক কলাব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাতে শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবিথী সড়কে এ ঘটনা ঘটে। নিহত ভোজন গুহ পশু হাসপাতাল পাড়া ছায়াবীথি সড়কে সন্তোষ কুমার গুহর ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে ছায়াবিথী সড়কে ওই এলাকার কলা ব্যবসায়ী ভোজন গুহ’র গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাগুরা সদর থানার ওসি আইযুব আলী বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আবির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। জানা গেছে আবিরের মাথায় সমস্যা আছে। আমরা তদন্তে করছি। হত্যার প্রকৃত ঘটনা তদন্তের পর জানানো হবে।

  • আটক
  • মাগুরা
  • হত্যা
  • #