ফরিদপুরের বোয়ালমারীতে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) বিকেলে বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের কাজী সিরাজুল ইসলাম একাডেমী সংলগ্ন রেজাউল মেম্বারের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম একাডেমি সংলগ্ন শেখর ইউপি সদস্য মো. রেজাউল মেম্বারের পুকুরে মানসিক ভারসাম্যহীন যুবককে রবিবার সকাল থেকে ওই এলাকাটিতে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিকাল সাড়ে ৫টার দিকে অজ্ঞাতনামা ওই যুবক পুকুরটিতে ঝাঁপিয়ে পড়ে গোসল করছিল।
কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ হয়। পরে তারা পানিতে নেমে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ রবিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তার মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
বোয়ালমারী থানা উপপরিদর্শক শিমুল মোল্যা জানান, মানসিক ভারসাম্যহীন মৃত যুবক মুসলিম। তার আনুমানিক বয়স ২৫ বছর। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায় নাই। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, তার পরিচয় নিশ্চিতে পিবিআই-এর সহায়তা চাওয়া হয়েছে।