পার্বতীপুরে যুবদল-এনসিপির সংঘর্ষে আহত ৬

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পার্বতীপুরের আমবাড়ী পশুর হাট থেকে হাসিল আদায়কে কেন্দ্র করে যুবদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেমবার বেলা ১১টার দিকে সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন হাটের ইজরাদার আনিসুর রহমানের প্রতিনিধি পার্বতীর উপজেলা এনসিপির সদস্য তারিকুল ইসলাম ও জোবায়দুল ইসলাম, মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল হক।

উপজেলা এমসিপির সদস্য তারিকুল ইসলাম বলেন, হার্ট ইজরাদার আনিসুর রহমানের প্রতিনিধি হিসেবে আমি হাসিল আদায় করে আসছি। কিন্তু স্থানীয় ইউনিয়ন যুবদল আমবাড়ি হাট থেকে প্রতি সপ্তাহে ৫০ হাজার করে টাকা দাবি করে আসছে আমাদের কাছ থেকে। প্রতিবাদ করলে তারা ৪০-৫০ জন এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ দুইজন আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছি। অতিরিক্ত হাসিলের বিষয়টি তিনি অস্বীকার করেন।

মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ইজরাদার গরুর হাটে অবৈধভাবে ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা করে হাসিল আদায় করে আসছেন। বাধ্য হয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দল মিলে এর প্রতিবাদ হিসেবে মানববন্ধন করি। অতিরিক্ত হাসিদের প্রতিবাদ করায় তাদের ওপর এনসিপি সদস্যরা হামলা চালায়। এতে তাদের পক্ষের চারজন আহত হয়।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আরিফ হোসেন বলেন, সোমবার সকালে মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও এনসিপি নেতাকর্মীরা হাটের দুই পাশে অবস্থান নেন। পুলিশ তাদের শান্ত করলেও বেলা ১১ টার দিকে এনসিপির সদস্য তারিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ছয়জন আহত হয়। এর আগে আমবাড়িতে মানববন্ধন করেন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

  • আহত
  • পার্বতীপুর
  • যুবদল-এনসিপি
  • সংঘংর্ষ
  • #