রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫ জনকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে তাদের রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করে মঙ্গলবার রাতে যৌথবাহিনী অভিযান চালায়।
আদালতে তোলা পাঁচজন হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে ইয়াছিন আলী (২৫), ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৮), চাঁদখানা মাঝপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৮), পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে এস এম আতিকুর রহমান খান আতিক (২২) এবং চওড়া পাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম (২২)। তারা সবাই কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা।
কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি উত্তেজিত জনতা হিন্দু অধ্যুষিত বালাপাড়া গ্রামে হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েকটি বসতবাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্য শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে গংগাচড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১,০০০-১,২০০ জনকে আসামি করা হয়।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার পেছনে যারা পরিকল্পিতভাবে উসকানি দিয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় বর্তমানে উত্তেজনা প্রশমিত থাকলেও পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।