শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন, হবিগঞ্জের ৬ উপজেলা অন্ধকারে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে জেলার ৬টি উপজেলা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আরও ৩টি উপজেলা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ শাহজীবাজার পিটা‌রে যা‌ন্ত্রিক ত্রু‌টির পর এ আগুনের সূত্রপাত হয়।

সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া উপজেলাগুলো হলো—হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, মাধপপুর, লাক্ষাই। আর আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলাগুলো হলো—বানিয়াচুং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ। পল্লীবিদ্যুৎ এর হবিগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, টানা বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎকেন্দ্রে আগুনের ঘটনা ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে ‌পিটা‌রের ২টি ট্রান্সফরমার পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনার পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

শাহজীবাজারের সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার ব‌লেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। মেরামত শে‌ষে বিদ‌্যুৎ সরবরাহ স্বাভা‌বিক হ‌বে।’

  • আগুন
  • বিদ্যুৎকেন্দ্র
  • শাহজীবাজার
  • #