মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেফতার ৫

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ দাবি করেন, আমাদের নেতা-কর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এজন্য মামলা হওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি না দিলে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের এক কর্মচারীর হাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি চিঠি দিয়ে যান। পরদিন শুক্রবার সকালে কর্মচারীটি সেই চিঠি মালিককে দেন।

চিঠির বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চিঠিতে বলা হয়, এই চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারও সঙ্গে শেয়ার করিস বা আইনি পথে যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ যাতে কেউ খুঁজে না পায় তার ব্যবস্থা আমরা করব। প্রশাসন সব সময় তোর সঙ্গে থাকবে না। বাঁচতে পারবি না। সঠিক সিদ্ধান্ত নিলে তুই ও তোর পরিবার সুরক্ষিত থাকবে।

এছাড়া চিঠিতে আরও উল্লেখ ছিল, দীর্ঘদিন ধরে তুই মাছ ব্যবসা করছিস, তোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। দাবিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কোনো বিষয় না। আগামী ৩ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় একটি শপিং ব্যাগে করে টাকা কাগমারী এলাকার মাহমুদুল হাসানের বাসার সামনে যে গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাবি।

ঘটনার পরপরই আজাহারুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তৎপর হয় এবং দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে।

  • গ্রেফতার
  • চাঁদা
  • দাবি
  • বিএনপি নেতা
  • মাছ ব্যবসায়ী
  • #