জকিগঞ্জে ধানখেতে পড়ে ছিল বৃদ্ধের লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২০ ঘন্টা আগে
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানখেত থেকে মাহমুদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহমুদ আলী পাশের কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বাদ জুমা তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আজ সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানখেতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। লাশের পাশে তাঁর ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। পরিবারের লোকজন লাশটি মাহমুদ আলীর বলে শনাক্ত করেন।

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’

  • জকিগঞ্জ
  • ধানখেতে
  • বৃদ্ধ
  • লাশ
  • #