অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে : সাইফুল হক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মাত্র দুই থেকে তিনটি দলের সাথে আলচনা করে জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে। অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি হয়েছে। তাই প্রতিবাদ স্বরূপ ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি— এমনটা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, এরপরও জুলাই ঘোষণাপত্রকে ইতিবাচক হিসেবেই দেখছি। তবে সরকারের দিক থেকে বিভাজন তৈরি করা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে অস্পষ্টতা কেটে গেছে। তাছাড়া, রাজনৈতিক দলগুলোর সাথে মনস্তাত্ত্বিক দূরত্বও কেটে গেছে। আরও আগে বললে হয়তো অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হত না।

তিনি আরঅ বলেন, নির্বাচনের সময় ঘোষণা করায় রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমে আসবে। এখন অবাধ, সুষ্ঠু গণাতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। যেখানে প্রশাসনের হস্তক্ষেপ থাকবে না।

  • অগণতান্ত্রিক
  • ঘোষণাপত্র
  • জুলাই
  • প্রক্রিয়া
  • সাইফুল হক
  • #