ডিসি ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ‘কলিজা খুলে নেওয়ার’ হুমকি বিএনপি নেতার

:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে
ছবি : সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া

কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার ও কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. শামসুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরাল হয়েছে।

সম্প্রতি নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় অ্যা ন্ড কলেজের সভাপতি পদ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে। যা এই প্রতিবেদকের হাতে এসেছে। অডিওতে অপর প্রান্তে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলমের কণ্ঠও শনাক্ত করেছেন প্রতিবেদক।

অডিও রেকর্ডের শুরুতেই সাবেক এমপি গফুর ভূঁইয়া উত্তেজিত কণ্ঠে বলেন, যে মিডিয়া সেলের দায়িত্বে ছিল, সে এখন নাই, এখন নাই সে। অপর পাশ থেকে শিক্ষাবোর্ড চেয়ারম্যান শামসুল ইসলাম বলেন, আমাকে সে এটা পরিচয় দিয়েছিল।

পাল্টা জবাবে সাবেক এমপি গফুর ভূঁইয়া বলেন, সে পরিচয় দিক, তারপরেও একজন সাবেক সংসদ সদস্যকে আপনি এভাবে অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার কত বড় কলিজা হয়েছে, আমি দেখব আপনাকে। আপনাকে কে এখানে বসাইছে? আমি তার কলিজা খুলে ফেলব, আপনার কলিজাও আমি খুলে ফেলব। বেয়াদবির একটা সীমা আছে। একটা টোকাইয়ের ইয়ে দিয়েছেন আপনি। একটা চাকরি করে সে এখানে, টোকাই।

শিক্ষাবোর্ড চেয়ারম্যান মো. শামসুল ইসলাম প্রতি উত্তরে বলেন, উনি আমাকে বলেছেন উনি খালেদা জিয়ার প্রেস…

এসময় সাবেক এমপি গফুর ভূঁইয়া তাকে থামিয়ে বলতে শুরু করেন, আপনি আমাকে বলতেন যে এইরকম একটা তদবির আছে। ওখানে তো সে ঢুকতে পারবে না, তার ভাই ঢুকতে পারবে না। আপনি যে ভেজাল লাগাইছেন একজন ইয়ে করে, আপনি এটার দায়-দায়িত্ব নিতে হবে। আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব। কত বড় সাহস আপনার, আমি দেখে নিব। এখন যদি ফেরত না আনেন ওই কুত্তার বাচ্চাকে বলেন, বাস্টার্ডকে বলেন, কীসের কো-অর্ডিনেটর তুমি? ডকুমেন্ট দেখাও। শুয়োরের বাচ্চাকে…। আপনাকে আমি বলছি, আপনি এটা সুন্দরভাবে করেন না হলে আপনার ক্ষতি হবে, আপনি অপমানিত হবেন। আমি আপনাকে দেখে নিব। আমি টোকাই না, আই এম নট কাউবয়। আই ওয়াজ আ ল মেকার, আই নো ল। কুত্তার বাচ্চা ডিসি। শুয়োরের বাচ্চা। আপনি এটা করেন, আমি বলে দিলাম।

এদিকে জানা যায়, ঘটনার পরপরই ড. মীর আবু সালেহ শামসুদ্দীন (শিশির) ওই প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে অব্যাহতি নেন।

সূত্রমতে, চলতি বছরের ১৮ মে কেন্দ্রীয় বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দীন (শিশির)কে উক্ত বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ড চেয়ারম্যান। এদিন সাবেক এমপি গফুর ভূঁইয়া অডিও কলে গালিগালাজ ও হুমকি দেন। এছাড়াও, পরদিন সশরীরে কুমিল্লা শিক্ষা বোর্ডে গিয়ে মব তৈরি করে চেয়ারম্যানকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি এতদিন ধামাচাপা থাকলেও অডিও ফাঁসের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, আমার সঙ্গে সাবেক এমপি গফুর ভূঁইয়ার কোনো কথা হয়নি। উনার সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে। হয়তো উনাকে গালিগালাজ করেছেন।

অডিও কল রেকর্ডের হুমকি দুমকির বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমি কোনো মতামত জানাতে ইচ্ছুক নই।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, এ লোকটি প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজনকে ক্ষমতার অপব্যবহার করে হেনস্থা ও হুমকি দিয়ে থাকে।

কল রেকর্ডের বিষয়ে জানতে চাইলে, সাবেক এমপি বিএনপি নেতা আবদুল গফুর ভূঁইয়া বলেন, এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।

  • ডিসি
  • বিএনপি নেতা
  • শিক্ষা বোর্ড চেয়ারম্যান
  • হুমকি
  • #