ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুচলেকা দিয়ে অটোরিকশায় ক্যাম্পাস ত্যাগ করেছেন। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের পঞ্চম দিনে সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে অধ্যক্ষ কলেজে আসার খবরে শিক্ষার্থীরা তাঁর কক্ষে তালা দিয়ে আন্দোলন শুরু করেন। বেলা ২টার দিকে পুলিশ তাকে উদ্ধার করলে তিনি মুচলেকায় লিখিতভাবে প্রতিশ্রুতি দেন, ‘আনন্দ মোহন কলেজের চলমান সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত আমি কোনো দায়িত্ব পালন করব না।’ এরপর তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
গত ৩ জুলাই অধ্যাপক সাকির হোসেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে উপাধ্যক্ষ নিযুক্ত হন এবং ৩ আগস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তাঁর নিয়োগের পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ তাকে আওয়ামী লীগের সমর্থক দাবি করে আন্দোলন শুরু করে। তারা অভিযোগ করেন, সাকির হোসেনের ছোট ভাই রাকিব হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বৈষম্যবিরোধী আন্দোলনে সাগর হত্যা মামলার আসামি।
শিক্ষার্থীরা গত রোববার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শূন্য ঘোষণার দাবিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর আবেদন জমা দিয়েছেন। ক্যাম্পাস ত্যাগের সময় শিক্ষার্থীরা সাকির হোসেনের বিরুদ্ধে ‘ভূয়া ভূয়া’ স্লোগান দেন।
ইসলামি স্টাডিজ বিভাগের প্রধান খান সাদি বলেন, শিক্ষার্থীদের তোপের মুখে স্যার মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছেড়েছেন। আমি সহকর্মী হিসেবে তাকে অটোরিকশায় বাসায় পৌঁছে দিয়েছি।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, অধ্যক্ষ অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনার জন্য কলেজে গিয়েছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুলিশ তাকে নিরাপদে বের করে আনে।
অধ্যক্ষ সাকির হোসেন গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান এবং ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।