রাজধানীর শ্যামপুর থানার জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্পের পাশের ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মনির হোসেন (৩৮)। অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইফরান উদ্দিন বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এসআই ইফরান উদ্দিন আরও বলেন, ‘আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’