নির্ধারিত সময়ের পৌনে একঘণ্টা পরও অনুষ্ঠানস্থলে না আসায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের অনুষ্ঠান কাভার করেননি সাংবাদিকরা। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।
পরে অনুষ্ঠান শুরু হওয়ার সময় আরও একঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় নেওয়া হয়। সাংবাদিকরা বিকেল ৪টার আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান নিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত হন। কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম না আসার অনুষ্ঠান শুরু হচ্ছিল না।
বিকেল সাড়ে ৪টায় উপদেষ্টা না আসায় সাংবাদিকদের ধৈর্যচ্যুতি ঘটে। তখনই কোনো কোনো সাংবাদিক অনুষ্ঠানস্থল ত্যাগ করার উদ্যোগ নেন। তবে সবাই আরও কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। এরপর বিকেল পৌনে ৫টার দিকে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা একযোগে সভাকক্ষ থেকে বেরিয়ে যান। তখনো অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বসেছিলেন।
তবে সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করার ১৫ মিনিট পর বিকেল ৫টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন বলে জানান তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সাংবাদিকদের অনেকেই জানান, মাহফুজ আলম সাধারণত তার কর্মসূচিগুলোতে সাংবাদিকদের ডাকেন না। যে দু-একটিতে ডাকেন সেগুলোতেও তিনি সময় মতো আসেন না।
একটি অনলাইন গণমাধ্যমের একজন সাংবাদিক নাম প্রকাশ না করে জানান, উপদেষ্টা মাহফুজ আলম এর আগে গত ২৫ মার্চ সচিবালয়ের মধ্যে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে একটি অনুষ্ঠানের সাংবাদিকদের ডেকেছিলেন। সেই অনুষ্ঠানটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন নিয়ে। অনুষ্ঠানটি বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও আধ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও অনুষ্ঠানস্থলে আসেননি উপদেষ্টা। এরপর ওই অনুষ্ঠানটিও কাভার করেনি সাংবাদিকরা।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সরকারি অনুদানের জন্য মনোনীত ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে প্রথম কিস্তিতে ১৫ লাখ টাকা করে মোট এক কোটি ৮০ লাখ টাকার মঞ্জুরিপত্র দেওয়া হয়। এর পাশাপাশি সরকারি অনুদানের জন্য মনোনীত ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে প্রথম কিস্তিতে ৬ লাখ টাকা করে মোট এক কোটি ২০ লক্ষ টাকার মঞ্জুরিপত্র দেওয়া হয়। চলচ্চিত্র নির্মাণ সাপেক্ষে প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে চার কিস্তিতে মোট ৭৫ লাখ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে চার কিস্তিতে মোট ২০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সরকারি অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকদের কাছে অনুদানের মঞ্জুরিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি-সহ অনুদানের জন্য মনোনীত চলচ্চিত্রের প্রযোজকরা উপস্থিত ছিলেন।
সূত্র : জাগো নিউজ