বিশ্বনাথে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথে গাঁজা ব্যবসায়ী আনহার আলী (৩০) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দিন-দুপুরে খোরশেদ উদ্দিন (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের আগে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক আনহার আলীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

খুন হওয়া মাছ ব্যবসায়ী খোরশেদ উদ্দিন উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে এবং ঘাতক আনহার আলী একই গ্রামের আইন উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াসৎপুর গ্রামের সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আনহার ও খোরশেদ উদ্দিন। আড্ডার একপর্যায়ে বাকিতে গাঁজা বিক্রি করে টাকা না পেয়ে নিজের কাস্টমারদেরকে গালমন্দ শুরু করে গাঁজা ব্যবসায়ী আনহার আলী।

এসময় খুন হওয়া রবিউল ইসলাম গালমন্দের প্রতিবাদ করায় প্রথমে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপরে আনহার মিয়া বাড়িতে গিয়ে চাইনিজ কুড়াল এনে পেছন দিকে মাছ ব্যবসায়ী খোরশেদ উদ্দিনের পিঠের ডান পাশে (ওপরে) কোপ দেয়। চাইনিজ কুড়ালের কুপে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন বলে জানায় এলাকাবাসী।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।

তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় জনতার হাতে আটক ঘাতক গাঁজা ব্যবসায়ী আনহার মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

হত্যাকাণ্ড ও ঘাতককে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

  • বিশ্বনাথ
  • মাছ ব্যবসায়ী
  • হত্যা
  • #