নড়াইল কারাগারে ইউপি সদস্যের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার আসামি এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। আজ দিবাগত রাতে অসুস্থ অবস্থায় মো. হুমায়ুন কবির (৪৬) নামের ওই হাজতিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত হুমায়ুন নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য এবং কাঞ্চনপুর গ্রামের মৃত খিলাফত শেখের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, জেলা কারাগারে বন্দি হুমায়ুনের গত তিন-চারদিন ধরে খুব জ্বর ছিল। কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক তাঁর চিকিৎসা করছিলেন। শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টা ৪৫ মিনিটে তাঁকে কারাগার থেকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর রাত ২টা ৭ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, রাত ২টার দিকে ওই রোগীকে হাসাপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। কারাগারে চিকিৎসার কাগজপত্র দেখে জানা যায়, জ্বর ছাড়াও হার্টের সমস্যা ছিল তাঁর।

নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, হাজতি হুমায়ুন বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। কারাগারের চিকিৎসা কর্মকর্তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য সুরতহাল শেষে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারের জেরে চলতি বছরের ১১ এপ্রিল দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। ওই ঘটনায় ১৭ এপ্রিল কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত ৮ নম্বর আসামি করা হয় ইউপি সদস্য হুমায়ুনকে।

  • ইউপি সদস্য
  • কারাগার
  • নড়াইল
  • মৃত্যু
  • #