৪ দিনের সফরে আগামী সপ্তাহে চীনে যাচ্ছেন পুতিন

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চার দিনের সফরে চীনে যাচ্ছন। সেখানে তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। রাশিয়ার গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুতিনের সফরকালে বৃহৎ-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হবে তা প্রকাশ করা হয়নি।

ইউক্রেনের সংবাদ সংস্থা ‘আরবিসি-ইউক্রেইন’ জানায়, চীন সফরকালে পুতিন তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টম্বরে এই সম্মেলন অনষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সবশেষ গত মে মাসে বৈঠক করেছিলেন। সে সময় চীনের প্রেসিডেন্ট শি ৯ মে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষ্যে মস্কো সফর করেছিলেন। এই সফর কয়েকদিন স্থায়ী হয়েছিল।

  • চীন
  • পুতিন
  • সফর
  • #