সাকিব আল হাসান স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৫০০তম উইকেটের দেখা পেলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটসের বিপক্ষে রিজওয়ানের উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি।
এই ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের একমাত্র মালিক এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ৫০০ উইকেট ও ৫ হাজার রানের ডাবলের কীর্তি আছে শুধু ডোয়াইন ব্রাভোর। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৬৬০ উইকেটের মালিক আফগান তারকা স্পিনার রশিদ খানের।
সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে রেকর্ড গড়ার দিনে যেন পুরোনো রুপে ফিরলেন সাকিব। ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা এখন ৫০২। ফিল্ডিংয়েও দেখিয়েছেন বুড়ো হাড়ের ভেল্কি। শেষ ওভারে আব্বাস আফ্রিদির রানআউটে রাখেন গুরুত্বপূর্ণ ভুমিকা।
রান তাড়ায় ১৮ বলে ২৫ রান করে দলকে জিতিয়েছেন, সাকিব হয়েছেন ম্যাচসেরাও। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জিতেছে ৭ উইকেট ও ২ বল হাতে রেখে।