বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে এ ঘটনা শুরু হয়। খবর পেয়ে স্থানীয় বাহারছড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হন নেতাকর্মীদের এক অংশ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা মসজিদে কোরআন ক্লাসের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। এ কর্মসূচিতে বাধা দেন স্থানীয় ছাত্রদল কর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদল কর্মী নয়ন ও তানভীরের নেতৃত্বে ১০-১২ জন তাদের ওপর হামলা চালায়। বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসার জন্য সন্ধ্যায় বিএনপি ও জামায়াত কর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হন। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে চার সদস্য ঘটনাস্থলে যান। এ সময় একদল নেতাকর্মী তাদের ওপর চড়াও হন। পুলিশ সদস্যরা পালিয়ে উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের একটি কর্মসূচিকে ঘিরে ঘটনার সূত্রপাত হয়। এর জেরে জামায়াত ও বিএনপির উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

  • আহত
  • জামায়াত
  • বাঁশখালী
  • বিএনপি
  • সংঘংর্ষ
  • #