এনসিপি থেকে পদত্যাগ করায় মারধরের শিকার মোহাম্মদ উল্লাহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি থেকে সদ্য পদত্যাগকারী এক সাবেক সদস্যকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ উল্লাহ। অন্যদিকে পদত্যাগকারী অন্য তিনজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মারধরের শিকার মোহাম্মদ উল্লাহ জানান, আজ বুধবার সকাল সোয়া ১১টার দিকে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বের হওয়ার সময় কয়েকজন তরুণ তাঁকে কিলঘুষি মেরে আহত করেছে। তিনি কয়েকজনকে চিনতে পেরেছেন।

তিনি অভিযোগ করেন, পদত্যাগের সাথে এই হামলার যোগসূত্র রয়েছে। তিনি ওই কলেজে এইচএসসির ব্যাবহারিক পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। হামলার ঘটনার পর এ বিষয়টি তিনি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারকে ফোনে অবহিত করেছেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান হামলার শিকার মোহাম্মদ উল্লাহ।

পদত্যাগকারী আরেক নেতা শেখ সাদী জানান, তাকেও হামলার হুমকি দেওয়া হচ্ছে। অজ্ঞাতপরিচয় দিয়ে ফোনে ও ওয়াটসঅ্যাপে বলছে ডিম থেরাপি দেবে। এতে তিনিসহ পদত্যাগকারী তিনজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এনসিপির নীতি আদর্শ নিয়ে অসন্তোষের কথা উল্লেখ করে গত ২৫ আগস্ট মোহাম্মদ উল্লাহসহ চার সদস্য এনসিপি থেকে পদত্যাগ করেন। পদত্যাগকারী অন্যরা হচ্ছেন আশেক আলী মণ্ডল, কাওসার আহমেদ জিসান ও শেখ সাদি। তবে এনসিপির নান্দাইল শাখার প্রধান সমন্বয়ক মো. ফাইজুল ইসলাম জানিয়েছেন তিনি কোনো পদত্যাগপত্র পাননি। ফেইসবুকে দেখেছেন।

মোহাম্মদ উল্লাহ ওপর হামলার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন ফাইজুল ইসলাম। এছাড়া এনসিপির জেলা কমিটির সদস্য সুফি আবদুল্লাহ জানান, হামলার বিষয়টি তাঁদের কেউ জানায়নি। তিনি ফেসবুকে দেখেছেন।

হামলার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, তিনি মারধরের ঘটনা জানতে পেরে পরীক্ষাকেন্দ্রের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিষয়টি দেখে জানানোর জন্য। মারধরের ঘটনা সঙ্গে কারা জড়িত জানা যায়নি।

  • এনসিপি
  • পদত্যাগ
  • মারধর
  • শিকার
  • #