সরকার কি আরো নৈরাজ্যের পথে দেশকে ঠেলে দিতে চায় : আনু মুহাম্মদ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

ক্ষমতার দাপট দেখিয়ে কারা দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাস করছে বলে প্রশ্ন করে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার কি আরো নৈরাজ্যের পথে দেশকে ঠেলে দিতে চায়?

রবিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করে বলেন, কারা মিথ্যা মামলা হামলা করে আটক বাণিজ্য করছে? কারা ভাস্কর্য, ম্যুরালসহ বিভিন্ন শিল্পকর্ম ভাঙছে; পার্ক, মাজার, দরবারে হামলা করছে; কারা পূর্বঘোষিত আলোচনা সভায় হামলা করে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকদের জখম করছে; কারা নূরের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে; কারা দখল চাঁদাবাজি করছে; কারা ক্রমাগত হিংসা-বিদ্বেষ ছড়াচ্ছে; কারা জাতিগত-লিঙ্গ-ধর্মীয় বৈষম্য নিপীড়নের ঘটনা ঘটাচ্ছে; কারা সহিংসতা-মব সন্ত্রাসের উস্কানি দিচ্ছে, কারা বিভিন্ন স্থানে ভাঙচুর জবরদখল নৈরাজ্য সৃষ্টি করছে?

আনু মুহাম্মদ বলেন, ‘তাদের চেনা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া সরকারের জন্য এই কালে খুবই সহজ। এর অনেকগুলোরই ভিডিও আছে। কিন্তু সরকারের কার্যকর ভূমিকা নাই।

নূরের ওপর হামলা এবং তাকে কেন্দ্র করে ভাঙচুর, নৈরাজ্য এগুলোর কোনোটাই স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে না। সরকার থেকে প্রতিবাদ এসেছে বেশ দ্রুত। কিন্তু আসল অপরাধীদের বিচার হবার সম্ভাবনা কতটুকু?’
তিনি বলেন, ‘গত সরকারের সময় ‘জিরো টলারেন্স’ শব্দ দুটি বেশ চালু হয়েছিল। দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে এই শব্দ দুটি যত ব্যবহার করা হয়েছে ততই সেগুলো ক্রমাগত বেড়েছে, কারণ কোনো কাজ করা হয়নি।

এই সরকারও গত কিছুদিন ধরে ‘জিরো টলারেন্স’ শব্দ দুটি ব্যবহার করছে মব সন্ত্রাসের বিরুদ্ধে। ফলাফল দেখা যাচ্ছে একই। সরকার কি আরো নৈরাজ্যের পথে দেশকে ঠেলে দিতে চায়?

  • আনু মুহাম্মদ
  • মব
  • সন্ত্রাস
  • #