ফের ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

মিয়ানমারের আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগরের সেন্টমার্টিন অংশ থেকে তিনটি ট্রলারসহ ৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টমার্টিন পশ্চিম ও পূর্ব দিক সাগরের অংশ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন।

তিনি বলেন, রোববার সন্ধ্যার দিকে সেন্টমার্টিন পশ্চিম, পূর্ব সাগরে জেলেরা মাছ ধরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে বাংলাদেশি তিন নাগরিকের মালিকানাধীন সেন্টমার্টিন দ্বীপের ৩টি ট্রলারসহ ১৮ জেলেকে আটক করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে সোমবার বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। ট্রলার ৩টি সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন। প্রত্যেক ট্রলারে ৬ জন করে জেলে ছিলো।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, সাগর থেকে আবারও আরাকান আর্মি সদস্যরা জেলেদের আটকের বিষয়টি শুনেছি। মাছধরার ক্ষেত্রে জেলেদেরকে সর্তক হতে হবে। এ ঘটনাটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

  • আরাকান আর্মি
  • জেলে
  • বাংলাদেশি
  • #