বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে সব আবাসিক ছাত্রছাত্রীকে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত ছাত্রছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, রোববার কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় সভায় উপস্থিত উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২২৭ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বহিরাগতরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং অবরুদ্ধ শিক্ষকদের বের করে আনে। এর প্রতিক্রিয়ায় কিছুক্ষণ পরে সব হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে প্রক্টর অফিস ও ভিসির বাসভবনে হামলা ভাঙচুর চলায়। এরপর পুরো ক্যাম্পাস উত্তপ্ত ও থমথমে হয়ে উঠে। শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টার সময় একক কম্বাইন্ড ডিগ্রি, প্রশাসনের পদত্যাগ, বহিরাগতদের হামলার বিচারসহ জড়িত শিক্ষকদের বিচার দাবিতে চার দফা জানায়।
রোববার রাত ১২টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়। এরমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দেয়।