২ ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় প্রায় ৪০০ বাংলাদেশি গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড়সড় অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চালানো এই অভিযানে ৩৯৬ বাংলাদেশিসহ ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বুকিত বিনতাং এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়।

এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের শত শত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে, দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কিংবা ছাদে উঠে পালানোর ব্যর্থ চেষ্টা করেন। মাত্র দুই ঘণ্টার অভিযানে গ্রেপ্তার করা হয় ৭৭০ জনকে।

ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক বসরি ওসমান জানান, গ্রেপ্তারদের মধ্যে ২ নারীসহ ৩৯৬ জন বাংলাদেশি নাগরিক। বাকিদের মধ্যে ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপাল, ৫৮ জন ভারত ও ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এ ছাড়া বিভিন্ন দেশের আরো ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এদের বেশির ভাগকেই অনুমতির অতিরিক্ত সময় ধরে থাকা, বৈধ পরিচয়পত্র বহন না করা এবং অনুমতি ছাড়া কাজ করার মতো অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এদের অনেকেই তাদের নিজ দেশে দারিদ্র্য ও বেকারত্ব থেকে বাঁচতে মালয়েশিয়ায় এসেছিলেন।

বাসরি ওসমান বলেন, বুকিত বিনতাং অনেক দিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের হটস্পট।

নাইটলাইফ ও শহরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে অনিবন্ধিত শ্রমিকদের জন্য এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমরা তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণ চালানোর পর অভিযান পরিচালনা করি

  • গ্রেপ্তার
  • বাংলাদেশি
  • মালয়েশিয়া
  • #