প্রবাসীর ঘরে চুরি, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় প্রবাসীর বসতঘরে চুরির সময় আকিমজান (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আকিমজানের স্বামী মো. তোফাজ্জেল হোসেন ও তার পুত্রবধূ তানিয়া বেগম অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে সৌদিপ্রবাসী মো. রফিকের ঘরে এ ঘটনা ঘটে। নিহত আকিমজান ওই বাড়ির তোফাজ্জল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত আহত তোফাজ্জল ও তানিয়া বেগমের জ্ঞান ফেরেনি বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

নিহতের বড় ছেলে মো. ছবির জানান, মঙ্গলবার সকালে চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে তার মা আকিমজান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আর বাবা তোফাজ্জল হোসেন অচেতন অবস্থায় খাটে শোয়া ছিলেন। আর ছোট ভাইয়ের স্ত্রীর কক্ষ ভেতর থেকে আটকানো।

পরে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান তিনিও অচেতন অবস্থায় খাটে শুয়ে আছে এবং দেড় বছর বয়সী ভাতিজা রাফি মায়ের পাশে বসে আছে। ঘরের আসবাবপত্রসহ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকিমজানকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ও চোখে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

ছবির আরো জানান, চোরচক্র ঘর থেকে কী কী নিয়ে গেছে তা এখনো বলা যাচ্ছে না। তার বাবা ও ছোট ভাইয়ের স্ত্রীর জ্ঞান ফিরলে সঠিক তথ্য জানা যাবে। তাদের ধারণা, ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা নেওয়ার জন্য সন্ধ্যার পর গোপনে কেউ খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • কুপিয়ে
  • ঘর
  • চুরি
  • প্রবাসী
  • বৃদ্ধা
  • হত্যা
  • #