এক কক্ষে স্ত্রীর লাশ, আরেক কক্ষে ঝুলছিল স্বামী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

চট্টগ্রামে একটি বাসা থেকে এক নারীর গলাকাটা লাশ এবং স্বামীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাতে কর্ণফুলী উপজেলার ইছানগর ইউনিয়নের ডায়মন্ড সিমেন্ট কারখানা সংলগ্ন এলাকার একটা বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই দম্পতি সপ্তাহ দুয়েক আগে বাসাটিতে আত্মীয়ের কাছে বেড়াতে এসেছিলেন।

রেশমা আক্তারের (১৮) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে এবং তার স্বামী মো. ইব্রাহীমকে (২৯) পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশের ধারণা, ‘পারিবারিক কলহের জেরে’ স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে বাসা থেকে রেশমীর লাশ উদ্ধার করা হয়েছে, সেটা তার স্বামী ইব্রাহীমের ফুফুর ভাড়া করা বাসা। সপ্তাহ দুয়েক আগে ইব্রাহীম তার স্ত্রী ও আট মাসের সন্তানকে নিয়ে ফুফুর বাসায় বেড়াতে এসেছিলেন।

ওসি বলেন, ইব্রাহীমের ফুফু ও ফুফা দুজনই চাকরিজীবী। সকালে তারা চাকরিতে গেলে ইব্রাহীম স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ছিলেন। বিকালে ইব্রাহীমের ফুফু-ফুফা চাকরি থেকে এসে বাসার দরজা বন্ধ পান। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তার ফুফা বাসার ওপরে উঠে চাল ফাঁক করে ইব্রাহীমকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

প্রতিবেশীদের সহায়তায় ফুফা সবুজ মিয়া ঘরে প্রবেশ করে অপর কক্ষে রক্তাক্ত অবস্থায় রেশমাকে শোয়া এবং তার আট মাস বয়েসী মেয়েকে বসে থাকতে দেখেন বলে পুলিশকে জানায়।

ওসি শরীফ বলেন, ঝুলন্ত ইব্রাহীমের প্রাণ থাকায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  • লাশ
  • স্ত্রী
  • স্বামী
  • #