কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসে ২ কিশোরীকে ধর্ষণচেষ্টা দুইজন আটক

:
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় শরিয়তপুর পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ড্রাইভার সজিব হোসেন ও সুপারভাইজার হাকিম মিয়াকে আটক করেছে স্থানীয়রা। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের হেলপার আকাশ পালিয়ে গেছে। বুধবার (৪ আগস্ট) রাতে তেঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শরিয়তপুর থেকে ঢাকাগামী বাসটি (ঢাকা মেট্রো, ব ১২-৪৪৮০) মাওয়া ও কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় যাত্রী নামিয়ে দেয়। এ সময় বাসে শুধুমাত্র দুই কিশোরী যাত্রী সাদিয়া (১৫) ও মুক্তা (১৩) ছিলেন। তাদের একা পেয়ে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার বাসটি মহাসড়কের পাশে পার্ক করে ধর্ষণ চেষ্টা করে। কিশোরীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং ড্রাইভার ও সুপারভাইজারকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আক্তার হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আলামত হিসেবে বাসটি জব্দ করা হয়েছে।

 

  • আটক
  • কিশোরী
  • কেরানীগঞ্জ
  • ধর্ষণচেষ্টা
  • যাত্রীবাহী বাস
  • #