নদী থেকে জমিয়ত নেতার লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপ্রত্যাশী ও দলটির জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লাশ নদী থেকে উদ্ধার হয়েছে। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার সুনামগঞ্জের দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকার মরা সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, মঙ্গলবার রাতে মাওলানা মুশতাক নিখোঁজ হন। রাত ১১টার পর থেকে পরিবারের সঙ্গে তার মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ড হলে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নদী থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করি।

জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই সড়ক মোড় এলাকায় সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে। এরপর থেকে তার সন্ধান মেলেনি।

মাওলানা মুশতাক জেলার শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোবাইলে স্ত্রী রুবি বেগমকে মাওলানা মুশতাক জানিয়েছিলেন এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল।

  • উদ্ধার
  • জমিয়ত নেতা
  • নদী
  • লাশ
  • #