ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেছেন, সহিংসতা, সাংবাদিকদের হয়রানি এবং কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যের প্রেক্ষাপটে কখনোই প্রকৃত গণতন্ত্রের আবির্ভাব হতে পারে না। রাষ্ট্রীয় সংস্কার অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ, যা কেবল তখনই সফল হতে পারে, যদি তা টেকসই ছন্দে ও স্পষ্ট রোডম্যাপসহ কাঠামোগত রূপে পরিচালিত হয়।
বৃহস্পতিবার ঢাকা সফরের শেষ দিনে ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার শিরোনাম ছিল: ‘জনগণের শক্তি এবং কর্তৃত্ববাদের পতন : গণতান্ত্রিক উত্তরণ এবং জবাবদিহিমূলক শাসনের সুযোগ ও চ্যালেঞ্জ।’
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কাঠামোগত সংস্কার নিয়ে ভ্যালেরিয়াঁ বলেন, সংস্কার কমিশনের সদস্যরা নতুন বাংলাদেশের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত কী কাজ হয়েছে বা কী বাকি আছে—তা নিয়ে মন্তব্য করা এখনই উপযুক্ত হবে না।
সভায় উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা, দাতা সংস্থা, বিদেশি দূতাবাস এবং অন্যান্য অংশীজন।