গ্রেপ্তার হলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহবাগ থানার একটি মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

এদিকে আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে শাহবাগ থানার কী মামলা এবং সেটি কবে হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সাবেক এই সচিব সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক-শোতে নিয়মিত অংশগ্রহণ করতেন।

 

  • আবু আলম মোহাম্মদ শহীদ খান
  • গ্রেপ্তার
  • সাবেক সচিব
  • #