ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াত-ই ইসলামী পাকিস্তান।
বুধবার বিকালে জামায়াত-ই ইসলামী পাকিস্তানের ফেইসবুক পেইজে প্রচারিত দলের আমির হাফিজ নাইম উর রেহমানের এ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের এ জয়কে ‘বাংলাদেশে নতুন ইতিহাস’ বলে আখ্যায়িত করা হয়েছে।
উর্দু ভাষায় লেখা ওই অভিনন্দন বার্তায় জামায়াত-ই ইসলামী পাকিস্তান বলছে, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ!”
যদিও জামায়াত-ই ইসলামী পাকিস্তানের ফেসবুকে পোস্টটি বিকাল ৫টা ২৫ মিনিটে দেখা গেলেও সন্ধ্যায় ৭টার দিকে আর পোস্ট দেখা যাচ্ছিল না।
জামায়াত-ই ইসলামী পাকিস্তানের ফেসবুক পোস্টে ছাত্রশিবিরের বিজয়ী প্রার্থী, কার্জন হল ও সিনেট ভবনের কোলাজ ছবি ব্যবহার করা হয়েছে।