নিখোঁজের ৩ দিন পর বাড়ির সামনের পুকুরে মিলল যুবকের মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

ফরিদপুরের সদরপুরে নিখোঁজের ৩ দিন পর বাড়ির সামনের একটি পুকুর থেকে জাহিদ ব্যাপারী (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সদরপুর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জাহিদ ব্যাপারী উপজেলার ভাষানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদু ব্যাপারীর ডাঙ্গী গ্রামের মো. মোতালেব ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে জাহিদ ব্যাপারীকে পাওয়া যাচ্ছিল না। গত দুইদিনে বহু খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করা হয়েছে। ফেসবুকেও ঘটনা জানানো হয়েছে, কিন্তু কেউ তার সন্ধান করতে পারেনি। পরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নিজ বাড়ি থেকে কয়েক মিটার দূরে চকের মধ্যে একটি পুকুরের কোমরসমান পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন আশপাশের লোকজন। পরে পরিবারের সদস্যরা গিয়ে সেটি জাহিদ ব্যাপারীর মরদেহ বলে সনাক্ত করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় কালের কণ্ঠকে বলেন, সোমবার জাহিদ নিখোঁজ হওয়ার পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে পরিবারের সদস্যরা খবর পান, জাহিদের মরদেহ বাড়ির সামনে চকের মধ্যে একটি পুকুরে ভাসছে। যে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটিতে কোমরপানি।

তিনি আরো বলেন, উদ্ধারের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরিবারের যদি কোনো অভিযোগ থাকে, সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • ফরিদপুর
  • যুবক
  • লাশ
  • সদরপুর
  • #