আর্থিক সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতিতে ভূমিকা রাখার অভিযোগে কর অঞ্চল-ফরিদপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষর করেন। সোমবার এনবিআরের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আর্থিক সুবিধার বিনিময়ে বিপুল রাজস্ব ক্ষতি-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন তিনি। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।