চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

চুয়াডাঙ্গার জীবননগরের  উথলীতে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিন্টা ও হামজা দুই ভাই শনিবার সকালে গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে হামজা ও পরে মিন্টাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জীবননগর থানা পুলিশের ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

  • চুয়াডাঙ্গা
  • জীবননগর
  • হত্যা
  • #